
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা প্রাচীন চৌহান যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (০৩ জুলাই) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
গত মাসেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় আরেক অভিনেতা পার্ল ভি পুরি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পসকো আইন অনুসারে মামলা চলছে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেপ্তার হলেন অভিনেতা প্রাচীন চৌহান। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪২, ৩২৩, ৫০৬ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, অপ্রকৃতস্থ অবস্থায় ২২ বছরের এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস