অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস আর নেই

কিংবদন্তি মার্কিন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। এইচবিওর ‘দ্য আয়ার’-এ ওমর লিটল চরিত্রের জন্য বেশি জনপ্রিয় ছিলেন এ অভিনেতা। এছাড়াও ৫ বার এমির আসরে মনোনয়নও পেছিলেন তিনি।

মাইকেলের প্রতিনিধি মারিয়ানা সাফরানের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এক সংবাদ মাধ্যম।

জানা যায়, গেলো সোমবার ব্রুকলিনের বাসায় উইলিয়ামকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এইচবিওর সিরিজে নিয়মিত মুখ ছিলেন উইলিয়াম। তিনি অভিনয় করেছেন এইচবিওর ‘দ্য আয়ার’, ‘বোর্ডওয়াক’ ‘এম্পায়ার’, ‘দ্য নাইট অপ’ ও ‘লাভক্রাফ্ট কান্ট্রি’।

এছাড়া ‘লাভক্রাফ্ট কান্ট্রি’তে মনট্রোজ ফ্রিম্যানের চরিত্রে অভিনয়ের জন্য চলতি বছর এমির আসরে নাটকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়নও পেয়েছেন মাইকেল কেনেথ উইলিয়ামস।