
বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিনকে। বেশ কয়েকদিন ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে অভিনেতা রাতিনের ছোট ভাই অঞ্জন রহমান বলেন, ভাইয়া বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি লিভার ও কিডনিজনিত রোগে ভুগছেন।
শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন রাতিন। ১৯৭২ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। এ পর্যন্ত দুই শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো- রত্মদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা, বোবাকাহিনি, গৃহবাসী প্রভৃতি। ১৯৭০ সালে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা মেহমুদ। রাতিন অভিনীত সিনেমা হলো- হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি।