অভিনেত্রী কৌশানীর মা আর নেই

টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির মা সঙ্গীতা মুখার্জি আর নেই। শনিবার (৩০অক্টোবর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন অভিনেত্রী কৌশানী

জানা যায়, সঙ্গীতা মুখার্জি বেশ কিছুদিন ধরেই জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাও চলছিল দীর্ঘদিন। কিন্তু শেষ রক্ষা হলো না। গত ২৩ অক্টোবর থেকে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীতা মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।

এই কঠিন সময়ে কৌশানীর পাশে আছেন প্রেমিক বনি সেনগুপ্ত। মাঝরাত থেকেই হাসপাতালে কৌশানীর সঙ্গেই ছিলেন তিনি।

বনি সেনগুপ্তর মা ইস্টার্ন মোশন পিকচার্সের (ইম্পা) সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন কৌশানীর মা। পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্টও করা হয়েছিল তার। কিন্তু শেষ পর্যন্ত একাধিক জটিলতার সম্মুখীন হয়ে মাল্টি অরগান ফেলিউর হয় তার। মাঝরাতে মারা গিয়েছেন। এখনো ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভালো মানুষ ছিলেন।