অভিনেত্রী সুরেখা সিক্রি আর নেই

ভারতের তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি (৭৫) মারা গেছেন। আজ শুক্রবার ভোরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

অভিনেত্রীর ম্যানেজারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস বলেছে, ‘তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রি কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছেন শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ সকালে পরিবার ও পরিচারকদের উপস্থিতিতে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার এই সময়টা একটু নির্জনে কাটাতে চায়।’

১৯৭৮ সালে কিস্সা কুর্সি কা (Kissa Kursi Ka) তাঁর আত্মপ্রকাশের ছবি৷ তিনবার তিনি সেরা সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন৷ ১৯৮৮ তে তামাস ( Tamas), মাম্মো (Mammo) ১৯৯৫ তে, এবং ২০১৮ তে বাধাই হো (Badhaai Ho) -জন্য৷ তিনি রূপোলি পর্দা ছাড়া ছোট পর্দাতেও অভিনয় করেছেন৷ তাঁর অভিনয় করা জনপ্রিয় ডেইলি সোপ হল বালিকা বধূ (Balika Vadhu)৷ এটা তাঁর কেরিয়ারের কামব্যাক হিসেবে চিহ্নিত রয়েছে৷

নেটফ্লিক্সের জন্য তৈরি জোয়া আখতারের ঘোস্ট স্টোরিজ তাঁর শেষ অভিনয়ের কাজ৷ ২০২০ তে তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সে সময় আর্থিকভাবেও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি৷ যদিও পরে তিনি তা অস্বীকার করেন৷ ‘‘সেটা ভুলভাবে সংবাদমাধ্যমের সামনে এসেছিল৷ সুরেখাজির নিজস্ব আর্থিক পরিস্থিতি রয়েছে পাশাপাশি পরিবারও রয়েছে৷ তাঁর ছেলেও তাঁর পাশে রয়েছে৷ এই মুহূর্তে তাঁর কোনও আর্থিক সাহায্য লাগবে না৷ তাঁর একাধিক শুভানুধ্যায়ী সহকর্মী, ফিল্মমেকার তাঁকে আর্থিক সাহায্য করেন৷ তাঁদেরকে সব জানানো হয়েছে পরিবার তাঁর সবকিছু দেখে নিচ্ছে৷ তাঁর সেরা চিকিৎসা করা হচ্ছে৷ তাঁদের সকলকে শুভেচ্ছা যাঁদের ’’- এটাও তাঁর ম্যানেজার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে৷

২০১৮ সালে সুরেখা-র ব্রেন স্ট্রোক হয়েছিল -কারণ তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন৷ সে সময়ের পর তিনি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার ব্রেন স্ট্রোক হয়েছে ১০ মাস আগে তারপর আস্তে আস্তে সেরে উঠছি৷ মহাবালেশ্বরে শ্যুটিং চলাকালীন বাথরুমে পড়ে যান তিনি৷ চিকিৎসকরা জানিয়েছেন আমি তাড়াতাড়ি সেরে উঠব৷ ’’