অভিনয় আর ফ্লায়িং ভীষণভাবে ভালোবাসিঃ শাওন

ছোট পার্দার অভিনেতা সায়েদ জামান শাওন, পেশায় মূলত একজন কেবিন ক্রূ। অভিনয় আর কেবিন ক্রূ এর কাজ সামলানোর ব্যাপারে তিনি জানান, অভিনয় এবং ফ্লায়িং দুটো কাজ ই ভীষনভাবে ভালোবাসি। যে কাজটা এনজয় করি না, সেটা আমি করতে পারি না আর ভালোবাসার কাছে সংঘর্ষ হয় না।

ফ্লাইটের অভিজ্ঞতা জানতে চাইলে শাওন বলেন, লন্ডন ফ্লাই করতে করতে সিলেটের ভাষা শিখে যাই, দাম্মামে ফ্লাই করে বরিশালের ভাষা শিখেন। চরিত্র নিয়ে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এ অভিনেতা। তিনি বলেন, ভাষার ক্যারেক্টারগুলো আমাকে খুব টানে। আমি সেগুলো করতে চাই।

এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভীষণভাবে আশাবাদী শাওন। আলাপকালে তিনি বলেন, অনেকগুলো গল্প পেয়েছি ওটিটির। একটা গল্পে কাজ করেছি। শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’ সিরিজে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। আমি আসলে কাজটাকে এনজয় করি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেই টেলিভিশন নাটকে ডাক পান শাওন। প্রথম স্বল্পদৈর্ঘ্য নাটকে অভিনয় করেন মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায়। শখ থেকে অভিনয় শুরু করলেও আস্তে আস্তে তা পেশায় পরিণত হয়।

করোনাকালীন কাজ নিয়ে তিনি বলেন, করোনার কারণে শুটিং ইউনিটেও পরিবর্তন এসেছে। তিনি বলেন, আগে বিশাল বহর নিয়ে শুটিং করতাম। আমরা একটা পরিবারের মতো শুটিং করতাম। এখনো করি, তবে এখন ইউনিট ছোট হয়েছে। পরিবারের সদস্য দূরত্ব মেনে কাজ করছে।