
“ভালোবাসা জিন্দাবাদ” দিয়ে হল কাপানো নায়িকা আইরিন সুলতানা যার ক্যারিয়ারে রয়েছেন সুপারহিট সিনেমা। কিন্তু জানা যায় হটাৎ অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এ অভিনেত্রী। হাতে আছে দ্য পেপার, চৈত্র দুপুরসহ চারটি সিনেমা এবং সদ্য সেন্সর সনদ পেয়েছে হৃদ মাঝারে তুমি সিনেমাটি।
রমরমা সিনেমা থেকে বিরতির কারনে তিনি বলেন, ‘নিজের চেষ্টায় অভিনয়ে এসেছিলাম। কাউকে জানিয়ে আসিনি। এখন বিরতি দিলেও কাউকে জানানোর প্রয়োজন মনে করছি না। আর মান-অভিমান কার ওপর করব? মিডিয়া তো কোনো ব্যক্তি নয়। আমার কোনো অভিমান নেই। ব্যক্তিগত সিদ্ধান্তে কিছুদিন হয়তো নতুন কোনো সিনেমায় অভিনয় করব না। হাতে থাকা কাজগুলো শেষ করব।’
জানা যায়, আজ ‘দ্য পেপার’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন আইরিন। গল্পটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ক্যারিয়ারে এমন গল্প নাকি তিনি আগে পাননি। ‘সিনেমাটি নিয়ে প্রচুর আগ্রহ প্রকাশ করেন তিনি।
সিনেমা সম্পর্কে তিনি জানান, আমাকে কয়েকটি শেডে দেখা যাবে। একই সঙ্গে কখনো থ্রিলার, রোমান্টিক আবার প্রতিবাদী ভূমিকায় দেখবেন দর্শক। অনেক দিন ধরেই সিনেমাটির প্রস্তুতির মধ্যে রয়েছি।
তাঁর অভিনীত ‘গন্তব্য’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পেয়েছে। তাঁর সহশিল্পী ছিলেন ফেরদৌস। মুক্তির অপেক্ষায় ‘হৃদ মাঝারে তুমি’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। জদিও খবরটি জানতেন না আইরিন।
এ সম্পর্কে তিনি বলেন, এটা তো অভিনেত্রী হিসেবে আমার জন্য সুখবর। কিন্তু খুশির সংবাদটি আমি জানি না। একটা সিনেমার পেছনে অনেক পরিশ্রম থাকে। বিশেষ করে সিনেমার সুন্দরী চরিত্রটি আলাদাভাবে দর্শকের নজর কাড়বে। সেই সিনেমা এবার দর্শক দেখতে পারবেন।’
অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বিশেষ কোনো কারণে নাকি? এমন প্রশ্নে আইরিন বলেন, ‘যার যার জায়গা থেকে যে যা ভাবে, ভাবুক। কিছু কারণে আমি নিজের ইচ্ছায় কাজ করব না। এর মানে এই নয়, আমি বিয়ে করছি বা অভিনয় ছাড়ছি।’
র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আইরিন। অভিনয়ে আসার সময় অনেকের কাছে শুনতে হয়েছিল, মডেলিং থেকে আসা মেয়েকে দিয়ে অভিনয় হবে না। কিন্তু হাল ছাড়েননি তিনি। বন্ধুর পথ একটু একটু করে পাড়ি দিয়ে নাম লেখান সিনেমায়। ২০১৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র ভালোবাসা জিন্দাবাদ।