আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন আরো কঠোর করে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাহী আদেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিধিবিধান কঠিন করছেন অভিবাসন নিয়ে নির্বাচনী প্রচারে তোলপাড় সৃষ্টিকারী ট্রাম্প।
বুধবার এসব আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে ট্রাম্পের। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত হবে এবং সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
কংগ্রেসের কিছু কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স অনলাইন।
মঙ্গলবার রাতে এক টুইটে ট্রাম্প বলেন, বুধবার জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল দিন। এ দিন থেকে কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে যত দিন আরো কঠোর আইন না হচ্ছে, তত দিন নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুরা এর আওতার বাইরে থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের যেকোনো নাগরিককে ভিসা দেওয়া নিষিদ্ধ করছেন ট্রাম্প।
মঙ্গলবার টুইটে ট্রাম্প বলেন, ‘আগামীকাল (বুধবার) জাতীয় নিরাপত্তার জন্য বিশাল পরিকল্পনা আসছে। অনেক কিছুই হবে, যার মধ্যে আমরা প্রাচীর নির্মাণ করব।’
সীমান্ত নিরাপত্তা হিসেবে একদিকে যেমন মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলা হচ্ছে, অন্যদিকে তেমনি সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো বেশি সক্রিয় হতে পারেন ট্রাম্প।
ওবামা প্রশাসনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের প্রধান স্টিফেন লেগোমস্কি জানিয়েছেন, দেশের স্বার্থে অভিবাসন ও শরণার্থী প্রবেশ সীমাবদ্ধ করা ও নির্দিষ্ট দেশের ভিসা দেওয়া নিয়ে কঠোর আদেশ জারি করতে পারেন প্রেসিডেন্ট।