
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা জঙ্গি তামিম-সরোয়ার গ্রুপের সদস্য।
মঙ্গলবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি। আজ দুপুরে কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।