নাশকতার ৩ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত ।
রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা এই মামলায় বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ঠিক করেন।
মামলাগুলোর মধ্যে ৫(২) ১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ আসামি ৩১ জন, ৩১(২) ১৫ নম্বর মামলায় আসামি খালেদা জিয়াসহ ২৪ এবং ও ৬২(১) ১৫ নম্বর মামলায়ও খালেদা জিয়াসহ ২৭ জন আসামি। মামলা তিনটিতে গত ১০ আগস্ট আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।
অভিযোগপত্রে খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় মামলাগুলো দায়ের করা হয়।