এস,এম,মনির হোসেন জীবন : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, অভিযোগ করা বিএনপির পুরানো ঐতিহ্য। বিএনপি হতাশাগ্রস্ত এবং নালিশ করা তাদের ঐতিহ্য দাবি করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি এখনই বলে যে, তারা নির্বাচনে জিতবে না আর সেটা জেনেও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে। এটা হতাশাগ্রস্তদের কথা। এতে তাদের নেতাকর্মীরাও হতাশ হয়। এই কথার মাধ্যমেই তারা হেরে গেছে। নালিশ করা, অভিযোগ করা তাদের ঐতিহ্য।
আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী প্রমুখ।
দলীয় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করে তিনি বলেন আতিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে এই কমিটির যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কথা বলতে নির্বাচন কার্যালয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনে ’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে দলীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় বাধা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তোফায়ের আহমেদ।
আতিকুল ইসলাম কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি দাবি করে তোফায়েল আহমেদ বলেন, ৯ তারিখের পর আতিকুল ইসলাম প্রার্থী। তিনি উত্তরায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। আচরণবিধির কোথাও নেই যে তিনি এমনটা করতে পারবেন না। অভিযোগ করেছে বিএনপি, এটা তাদের কাজ। নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তোফায়েল আহমেদ বলেন, ইভিএম তো শেখ হাসিনার ঘোষণা করা ডিজিটাল বাংলাদেশের ফলাফল। আজ ডিজিটাল বাংলাদেশের উদাহরণ বারাক ওবামা কেনিয়ায় বক্তব্যে দেন।
তিনি আরও বলেন, আমরা কত এগিয়েছি ডিজিটাল দেশ হিসেবে। তার পরেও ইভিএম ব্যবহার করা বা না করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি (তাদের) নির্বাচনে অংশ নেয়া। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিষ্টার মওদুদ আহমদকে। তিনি তো বিএনপি’র সাবেক এমপি (সংসদ সদস্য)। আমরা বর্তমান এমপি বলে কি আমাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে পারবো না? এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।
তোফায়েল আহমেদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আমরা মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে যাবো। দক্ষিণে আমাদের যে কমিটি আছে, তারা হয়তো তাদের মতো যাবে। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন পরিচালনায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছেন। এই নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই।
তিনি আরও বলেন, এজন্য আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ভোট চাইবো। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন জিতবো, এই আশা আমরা করি না। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ক্যান্টনমেন্টে তাদের জন্ম। তারা গণতন্ত্রের কথা বলে, সামরিক গণতন্ত্রের। তারা গণতন্ত্রের কথা বলে, আসলে সেটা সামরিক গণতন্ত্রের।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে এখন আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। নির্বাচন উপলক্ষে ১ হাজার ৪০০ কেন্দ্রে আমাদের কমিটি থাকবে।
ডিএনসিসি মেয়ল প্রাার্থী আতিকুল ইসলাম বলেন, গত নয় মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইবো এটাকে সামনের দিকে এগিয়ে নিতে। আপনারা দেখেছেন, কীভাবে অতীতে কাজ করেছি। আমি সবার দোয়া ও ভোট চাই।


