অভিযোগ করেছে ভোটররা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে সকাল সাড়ে ৮টায় গুদনাইল সফুরা খাতুন পাইলট স্কুল কেন্দ্রে ভোট দিতে যান সালমা খাতুন। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তিনি ভেতরে গেলে পোলিং এজেন্ট জানান তার ভোট দেওয়া হয়ে গেছে।

পরে তিনি ভোট কেন্দ্রে কর্তব্যরত পুলিশ ও সাংবাদিকদের বিষয়টি জানান। একই সঙ্গে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী কেন্দ্র পরিদর্শনে গেলে সালমা তাকে বিষয়টি জানান। এরপর আইভী কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে এ বিষয়ে খোঁজ নেন এবং সালমা খাতুনকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের লিস্টে একই নামে দুইজন ভোটার ছিলেন। এ জন্য উনার নাম পেতে সমস্যা হয়েছে। তবে পরবর্তীতে ভোটার তালিকা ভালোভাবে দেখে তাকে ভোট দিতে দেওয়া হয়।

সালমা খাতুন বলেন, ভোট দিতে গেলে আমাকে বলা হয়, আমার ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি ভোট কেন্দ্রে ঢুকতেই পারিনি।

ওই ভোট কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫০০ জন। দুপুর ১টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রে ভোট পড়ে ১ হাজার ৩১০টি।