
বলিউডের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন। যতটা সিরিয়াস, ততটা হাস্যজ্জল মানুষ তিনি। তার ব্যক্তিত্ব সব বয়সী মেয়ের মন কাড়ে।
এবার এমন ধরনের আচরণ তিনি তুলে ধরলেন নায়িকা কৃতি শ্যাননের সোশ্যাল মিডিয়া পোস্টে। ব্যাস শুরু হল বিগ বিকে নিয়ে আলোচনা৷
কৃতি বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে একজন৷ বেশ ভাল কিছু ছবিতে কাজে করে মুগ্ধ করেছেন দর্শকদের৷ সুন্দরী, বুদ্ধিমতী নায়িকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলেন এই অভিনেত্রী, ডিপ নেক এবং হাই থাই স্লিট ড্রেসে কৃতিকে লাগছিল অনবদ্য৷ হাল্কা ভেজা চুলে, নিজের যৌন আবেদনে সকল পুরুষের মনে ঝড় তুলতে তৈরি কৃতি৷
তবে সেই পুরুষের দলে যে বিগ বি সামিল তা জানা ছিল না কারো৷ ছবির কমেন্টে অমিতাভ বচ্চন লেখেন, ওয়াও এবং তার সঙ্গে জুড়ে দেন একটি হৃদয় আকারের ইমোজি। সকলের নজরে পড়ে সেটি৷ অর্থাৎ কৃতির এই ছবি অমিতাভেরও মন ছুঁয়ে গিয়েছে৷
কৃতি যেন এমন কমেন্টে বেশ লজ্জা পেয়েছেন৷ তাই অমিতাভকে উত্তরে তিনি শুধু জোড়া হাতের ইমোজি তুলে ধরেছেন৷