অমিতাভ বচ্চনের বাড়ির প্রাচীর টপকালো এক ভক্ত

বিনোদন ডেস্ক : তারকাদের ঘিরে ভক্তদের পাগলামির শেষ নেই। প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করার জন্য অনেক কিছুই করেন তারা। এবার জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ির প্রাচীর টপকালো এক ভক্ত।

১৯ বছর বয়সি রহমান খান নামের এই ভক্তের বাড়ি ভারতের উত্তর প্রদেশ। বোনের চিকিৎসার জন্য সাহায্য চাইতেন অমিতাভের বাড়ির সীমানার উঁচু প্রাচীর টপকান তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রহমান খান প্রথমে বাড়ির নিরাপত্তা রক্ষীদের অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানান। এতে ব্যর্থ হলে বাড়ির প্রাচীর টপকান রহমান খান এবং অমিতজি বলে চিৎকার করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত বিগ বি’র সঙ্গে তার দেখা হয়নি। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে সরাসরি জুহু পুলিশ স্টেশনে নিয়ে যায়।

পুলিশ তাকে প্রাচীর টপকানোর কারণ জিজ্ঞেস করলে জানা যায়, তিনি শুনেছেন অমিতাভ বচ্চন সবাইকে সাহায্য করেন তাই বাড়িতে অসুস্থ বোনের চিকিৎসার অর্থ সাহায্য চাইতে তিনি বিগ বি’র সঙ্গে দেখা করতে চান।

রহমান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৪৭ ধারায় অভিযোগ দায়ের করেছে জুহু পুলিশ। সিনিয়র ইন্সপেক্টর গোসালকার নিশ্চিত করেছেন, ওই ভক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যদিও তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তার পদ্ধতিটি ভুল ছিল।