বিনোদন ডেস্ক : বলিউডের নানা বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অভিনেত্রী রেখার নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম, স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যাসহ নানা ব্যক্তিগত কারণে আশি এবং নব্বইয়ের দশকে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি।
সম্প্রতি ইয়াসের উসমানের লেখা এ অভিনেত্রীর জীবনী ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ তে উঠে এসেছে তাকে ঘিরে নানা বিতর্কের মূল কারণ। পাশাপাশি অমিতাভ-জয়া এবং রেখার বিভিন্ন অজানা ঘটনাও তুলে ধরা হয়েছে বইটিতে।
বইটিতে রেখা জানিয়েছেন, অমিতাভের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য দেখে কেঁদেছিলেন রেখা। এমনকি এর পরই তার সঙ্গে অমিতাভকে অভিনয় করতে নিষেধ করেছিলেন জয়া।
১৯৭৩ সালে জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হয় অমিতাভের। বিয়ের পরও অমিতাভ রেখার সঙ্গে সিনেমা করেছিলেন। কিন্তু রেখা-অমিতাভের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি জয়া।
১৯৭৮ সালেই স্টারডাস্টে রেখার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি জানিয়েছিলেন, অমিতাভ তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু রেখার রাগ গিয়ে পড়ে জয়ার উপর। সেই সাক্ষাৎকারে রেখা বলেন, ‘আমি কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কয়েকটা পঙক্তি আবৃত্তি করেছিলাম। সবাই ভেবেছিল, সেটা আমি অমিতাভকে উদ্দেশ্য করে বলেছি। কিন্তু তা অমিতাভের জন্য ছিল না। ছিল জয়ার জন্য।’
সেই সাক্ষাৎকারে রেখা আরো একটি কথা বলেন। মুকাদ্দার কা সিকান্দার সিনেমার প্রদর্শনীর সময় তিনি একটি বিষয় লক্ষ্য করেছিলেন। প্রজেকশন রুম থেকে তিনি দেখেছিলেন জয়া সামনের সারিতে বসেছিল। অমিতাভ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বসেছিলেন তার পেছনের সারিতে। পর্দায় যখন রেখা আর অমিতাভের রোমান্টিক দৃশ্য চলছিল তখন জয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।
পরবর্তীতে ইন্ডাস্ট্রির সব প্রযোজকরা রেখাকে বলেছিলেন- অমিতাভ তার সঙ্গে আর কাজ করতে চান না। কিন্তু অমিতাভ নিজে কখনও একথা বলেননি। রেখা যখনই প্রশ্ন করেছেন, অমিতাভ বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না। আমাকে দয়া করে জিজ্ঞেস করো না।’
গত তিন দশকে রেখাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এমনকি তাকে নিয়ে এমন অনেক বিতর্ক রয়েছে যার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি এখনো। রেখার জীবনীতে হয়তো তার ভক্তরা এবার পাবেন সেই রহস্যের উত্তর।