অরিজিৎ সিংয়ের মা আর নেই

করোনা আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা। ১৭ মে করোনা মুক্ত হয়েছিলেন। সেরিব্রাল স্ট্রোকে মারা গেছেন তিনি।

বুধবার (১৯ মে) রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরিজিতের মা অদিতি সিং।

চিকিৎসাধীন অবস্থায় অরিজিতের মায়ের এ নেগেটিভ রক্তের প্রয়োজন হয়েছিল। সে সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা মুখার্জি, সৃজিত মুখার্জি এবং সুদেষ্ণা গুহ নামের এক স্বেচ্ছাসেবী। নিজেদের ফেসবুকে রক্ত চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তারা।