
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আঞ্জুয়ারা বেগম (১১) নামের এক প্রাথমিক সমাপনী পরিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিন্তু অর্থাভাবে আটকে গেছে তার চিকিৎসা। মেয়েটিকে চিকিৎসা করাতে না পেরে ঢাকা মেয়েটিকে বাড়ীতে আনা হচ্ছে। নালিতাবাড়ী আঞ্জুয়ারা উপজেলার রাজনগর গ্রামের আনারুল হকের মেয়ে ও রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থী।
পরিবার ও তার বিদ্যালয় সূত্রে, আঞ্জুয়ারা বেগম একজন মেধাবী শিক্ষার্থী। সে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতো। তবে ছয় মাস আগে জ¦র ও রক্ত শূণ্যতায় ভোগছিল সে। ঢাকায় একটি হাসপাতালে পরিক্ষার মাধ্যমে আঞ্জায়ারা ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এখন পর্যন্ত আঞ্জুয়ারার চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা ব্যয় হয়ে গেছে। তবে এই মেধাবী শিক্ষার্থীকে সুস্থ করতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে। কিন্তু এতো টাকায় মেয়ের চিকিৎসা করানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। তাই অর্থাভাবে আটকে আছে এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসা।
আঞ্জুয়ারার মা রাশেদা বেগম বলেন, মেয়েটার চিকিৎসার জন্য ঢাকায় নিছিলাম। কিন্তু হাসপাতালে ভর্তি করতেই ২৫ হাজার টাকা দরকার। কিন্তু আমগোর যা ট্যাহা (টাকা) ছিল সব চিকিৎসা করতে শেষ। ট্যাহার অভাবে আমার মাইডা মইরা যাইবো বলে তিনি কাঁদতে থাকেন।
রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সহকারী শিক্ষিকা শারমিন সিদ্দিকা সোহাগী বলেন, আঞ্জুয়ারা খুবই মেধাবী শিক্ষার্থী। আমরা আশা করেছিলাম সে টেলেন্টপুলে বৃত্তি পাবে। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা আটকে আছে, তাই আদৌও সে পরিক্ষা দিতে পারবে কি না তাই নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। যদি সবাই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতো, তাহলে এই মেধাবী শিক্ষার্থী দ্রুত সুস্থ হয়ে যেত।