অর্থের অভাবে কোন দুস্থ শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না-ডিসি নায়িরুজ্জামান 

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, বর্তমান সময়ে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ যাতে না হয় আমরা যথেষ্ট সহায়তা করার চেষ্টা করছি। আমরা চাই নীলফামারীর কোন শিক্ষার্থী যেন আর্থিক সমস্যার কারনে পড়ালেখা বন্ধ না হয়। এমন কোন দুস্থ শিক্ষার্থী থাকলে আমাদের কাছে আবেদন করলে আমরা তাদের সহায়তা করব।তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। মেরুদন্ডহীন মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)  নীলফামারীর কিশোরগঞ্জের প্রশাসনিক হলরুমে এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি সংগঠনের সহায়তায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া হয়। এ আয়োজনে জিপিএ ফাইভ পাওয়া উপজেলার প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।এ সময় ডিসি নায়িরুজ্জামান বলেন, আজকের যে অনুষ্ঠান সেটি একটি ভালো উদ্যোগ। এটির মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। তোমরা যারা আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের নিজের দক্ষতায় পড়ালেখা করতে হবে। বতর্মান সময়ে শিক্ষার্থীরা মাদক থেকে দুরে থাকবে এবং মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তিনি আরও বলেন, আমরা চাই নীলফামারীর শিক্ষার্থীরা আগামীতে প্রত্যেকে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক তারা জেলাকে আলোকিত করুক। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সবদিক থেকে এগিয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে থাকতে হবে এবং আগামীতে সুন্দর দেশ গড়তে সহায়তা করতে হবে কারন তোমরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান ইসলাম, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।