অর্থ অভাবে চিকিৎসা হচ্ছে না জুলাই যোদ্ধা জুয়েলের, ২৪ জুলাইয়ের আহত যোদ্ধা

উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘ ১৩ মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন উত্তরা এলাকার যুবক জুয়েল, পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার বাবা মো. ফরহাদ পেশায় একজন ড্রাইভার। জুলাই আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবার জানায়, ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় উত্তরা হাউস বিল্ডিং এলাকায় প্রথম সারিতে অবস্থান করছিলেন জুয়েল। ওই সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর থেকে হাসপাতালের বেডেই তার জীবন থেমে আছে। গত ১৩ মাসে তার চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারটি ইতিমধ্যে সব সঞ্চয় ও সম্পদ বিক্রি করে চিকিৎসা চালিয়ে আসছে।

হাসপাতালে শয্যাশায়ী জুয়েল বলেন, “বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এসে দেখে যান, সান্ত্বনা দেন, আশ্বাসও দেন—কিন্তু এখনো কেউ আর্থিক সাহায্যে এগিয়ে আসেননি। সাহায্য পেলে বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারতাম।”

চিকিৎসা ব্যয়ের চাপ ও ভবিষ্যৎ অনিশ্চয়তা তাকে দুঃশ্চিন্তায় ফেললেও মনোবল এখনো ভাঙেনি। জুয়েল বলেন, “আমি যে ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আজ সেই চোখ ধোঁয়াটে হয়ে গেছে চিকিৎসার অতিরিক্ত ব্যয়ে। তবুও সান্তনা—আমরা অন্যায়–অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি।”

তিনি আশা প্রকাশ করেন, “জুলাই যোদ্ধারা, আমাদের সমাজের বিত্তবানরা এবং দেশের প্রধান উপদেষ্টা যদি পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার সুস্থ হয়ে স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে পারব।”

জুয়েলের পরিবার এখন সমাজের সহৃদয় ব্যক্তিদের সাহায্যের প্রত্যাশায় দিন পার করছে।