আজিমপুর কবরস্থানে অর্থ ছাড়াই দাফনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কবরস্থানের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় দলটির নেতাকর্মীরা।
তারা জানান, জীবিত থাকাকালে নগরবাসীকে নানা ধরনের ট্যাক্স দিতে হয়। মৃত্যুর পরও টাকা দিতে হয়, এটা দুঃখজনক।
গনসংহতির নেতাকর্মীরা আরও জানায়, আজিমপুর কবরস্থানে একটি মরদেহ দাফন করতে প্রায় দুই হাজার টাকা পরিশোধ করতে হয়। এই অর্থ শ্রমজীবী অনেকেই দিতে পারেন না বলে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এ ধরনের বিড়ম্বনা থেকে নগরবাসীকে মুক্ত করতে অর্থ নেয়ার নিয়ম পরিবর্তনের দাবি তাদের।