সংসদ প্রতিবেদক : বিদেশে ফ্ল্যাট বা বাড়ি অথবা অন্যকোনো পদ্ধতিতে অর্থ পাচারসংক্রান্ত ৩২টি মামলা বর্তমানে দুদকের তদন্তাধীন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সদস্য মমতাজ বেগমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমদানির মাধ্যমে পণ্যের প্রকৃত মূল্যের অধিক বৈদেশিক মুদ্রা বিদেশে প্রেরণ, রপ্তানির মাধ্যমে পণ্যের মূল্য কম দেখিয়ে প্রকৃত মূল্য দেশে প্রত্যাবাসিত না করা ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ঘটে থাকে। এছাড়াও ক্রস বর্ডার ক্যাশ স্মাগলিংয়ের মাধ্যমেও অর্থ পাচার ঘটে থাকে।
তবে পাচারের উপায় যাই হোক না কেন, সরকারের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক অর্থ পাচার রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অর্থ পাচার বা এ ধরনের অপরাধ রোধের লক্ষ্যে সরকার ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ কার্যকর করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে বিএফআইইউ থেকে গোপনীয় প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ মোতাবেক করসংক্রান্ত অপরাধ এবং চোরাচালানি ও শুল্কসংক্রান্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মানি লন্ডারিং অপরাধের তদন্তকারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড হওয়ায় বিএফআইইউ থেকে প্রেরিত বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিংয়ের কেইসসমূহ পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক তদন্তপূর্বক মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এছাড়া বিদেশে (সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, হংকং, কানাডা ইত্যাদি) ফ্ল্যাট বা বাড়ি অথবা অন্যকোনো পদ্ধতিতে অর্থ পাচারবিষয়ক ৩২টি মামলা বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে।