আন্তর্জাতিক ডেস্ক : অর্ধশতাব্দীরও বেশি সময় পর কিউবার মাটিতে অবতরণ করল যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান। দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের দিগন্তে এটি নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা।
বিমানসংস্থা জেটব্লুর ৩৮৭ নম্বর ফ্লাইটের বিমানটি ১৫০ জন যাত্রী নিয়ে বুধবার কিউবার অবতরণ করে। যাত্রীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী অ্যান্থনি ফক্স।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেল থেকে উড্ডয়ন করে বিমানটি অবতরণ করে কিউবার সান্তা ক্লারায়। তবে নির্ধারিত সময়ের চেয়ে ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা পরে অবতরণ করে।
২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর মৈত্রীর প্রতীক হিসেবে যাত্রীবাহী বিমান এল কিউবায়।
জেটব্লুর উপ-নির্বাহী প্রেসিডেন্ট মার্টি সেন্ট জর্জ বলেছেন, ৫০ বছরেরও বেশি সময় আগে নির্দিষ্ট সময়সূচি মেনে যুক্তরাষ্ট্র থেকে বিমান আসে কিউবায়।
বন্ধুত্বপূর্ণ এ ফ্লাইটটি স্মরণীয় করে রাখতে জলকামান স্যালুট দেওয়া হয়। সাধারণত কোনো জাহাজ ও বিমানের উদ্বোধনের সময় এ ধরনের স্যালুট দেওয়ার রেওয়াজ আছে।