অর্ধ লক্ষ কর্মী সমর্থক নিয়ে ফুটবল মার্কার গণসংযোগ গণজোয়াড়ে প্রশংসায় ভাসছে মাকসুদ

বিশেষ প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান: নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের।

গণসংযোগ গণজোয়াড়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ও অত্র আসনের আপামর জনসাধারণ।

৩০ জানুয়ারি শুক্রবার দিনভর তিনি অত্র আসনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০, ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও গণমিছিল করেছেন।

এদিন গণমিছিলটি ৩য় শীতলক্ষা সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, বন্দর বাজার, সিরাজদ্দৌলা।

ক্লাব, কবিলের মোড় হয়ে তা নবীগঞ্জ কবরস্থানের সম্মুখে এসে শেষ হয়। এসময় হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।