‘অলাতচক্র’ নিয়ে জয়ার মন্তব্য

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘অলাতচক্র’। সাড়া কেমন পাছেন এমন প্রশ্নে জয়া জানান, ভালো ভালো মন্তব্য পাচ্ছি ছবিটি নিয়ে। এই সিনেমা আসলে মুক্তিযুদ্ধের দলিলও বটে।

সবারই উচিত মুক্তিযুদ্ধকে জানা। তাছাড়া এটি দেশের প্রথম থ্রিডি ছবি। এটি আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তির সময় মুক্তি পেলো। সব মিলিয়ে ছবিটি একটু স্পেশাল।

তায়েবা চরিত্রে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, তায়েবা চরিত্রে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আমি শুটিং করেছি একটি হাসপাতালে। আমার বেডের চারপাশে ছড়িয়ে ছিল অনেক গুটিবসন্তে আক্রান্ত রোগী। এর ভেতরে সাবধানে থেকে শুটিং করতে হয়েছে। যদিও ভয় কাজ করছিলো। এরকম অভিজ্ঞতা এই প্রথম হলো।

এই ছবিটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এটিই তার প্রথম সিনেমা। কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া।

এছাড়া জয়া আহসানির ‘পেয়ারার সুবাস’ এবং ‘বিউটি সার্কাস’ ছবি দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে।