
আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য নিরাপত্তারক্ষীর গুলি থেকে রক্ষা পেয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ । গভীর রাতে নিজের প্রাসাদের বাগানে হাঁটতে গিয়ে তিনি এ বিপদের মুখে পড়তে যাচ্ছিলেন। বাকিংহাম প্রাসাদের প্রাক্তন এক নিরাপত্তা রক্ষী দ্য টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
ঘুম না আসায় রাত ৩টার দিকে রানী বাকিংহাম প্রাসাদের বাগানে হাঁটতে বেরিয়েছিলেন । প্রাসাদের বাগানে অন্ধকারে কেউ হাঁটাহাঁটি করছে দেখে নিরাপত্তা রক্ষী চিৎকার করে তার পরিচয় জানতে চায়। সে ধরে নিয়েছিল, কোনো আগন্তুক হয়তো প্রসাদে ঢুকে পড়েছে। নিরাপত্তা রক্ষীর গলার আওয়াজ পেয়ে রানী নিজের পরিচয় দেন।
এসময় ওই নিরাপত্তা রক্ষী রানীর উদ্দেশে বলেন, ‘ সর্বনাশ! রানী, আরেকটু হলেই আমি আপনাকে গুলি করতে যাচ্ছিলাম।’
জবাবে দ্বিতীয় এলিজাবেথ বলেন, ‘ভবিষ্যতে এভাবে বাগানে ঘোরাঘুরি করার আগে আমি ফোন করব, যাতে তুমি আমাকে গুলি করতে না পার।’
এ ব্যাপারে বাকিংহাম প্রাসাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।