
বনানীতে মাতাল চালকের গাড়ির ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সালমান মুক্তাদিরের বোন
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাতাল চালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় পড়েন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বোন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, গাড়িটি চালাচ্ছিলেন নাঈম উস সামাদ চৌধুরী নামে এক ব্যক্তি, যিনি দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনাকবলিত গাড়িতে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন এক নারী, যিনি সামান্য আঘাত নিয়ে প্রাণে বেঁচে যান।
https://www.facebook.com/share/p/1743EXrHmC/
সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কল্পনা করুন ঘুম থেকে উঠে শুনলেন, আপনার পরিবারের একজনকে মাতাল চালক দুর্ঘটনায় ফেলে রেখে গেছে, আর সে বিন্দুমাত্র দুঃখ প্রকাশ না করে শুধু নিজের গাড়ির ক্ষতির হিসাব করছে।”
তিনি আরও জানান, বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং অভিযোগ দায়ের করা হয়েছে।
https://www.facebook.com/share/172jYcqkmS/
সালমান মুক্তাদির আশঙ্কা প্রকাশ করেন, ‘প্রভাবশালী’ হওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তি আইনের বাইরে থেকে যেতে পারেন।
ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার দাবি করেছেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।