নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেছেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে অল্প জমিতে অধিক বসতি গড়ে তুলতে হবে।
রোববার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতার বিষয়ে স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেন, একইভাবে অফিস ব্যবহারের ক্ষেত্রেও জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সুউচ্চ ভবন নির্মাণ করে অধিক অফিসের সংস্থান করার বিকল্প নেই।
তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আবাসন সমস্যার সমাধান করতে হচ্ছে। একইভাবে খাদ্য উৎপাদনের দিকেও দৃষ্টি দিতে হচ্ছে। এ অবস্থায় কৃষি জমি নষ্ট না করে আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হচ্ছে। ফলে অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ করে অধিক লোকের বসতি গড়ে তোলার বিকল্প নেই।
মন্ত্রী আরো বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সারা দেশে যে পরিকল্পিত আবাসন গড়ে তুলছে, সে কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধা গড়ে উঠবে এবং নগরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পাঁচ বিঘা জমিতে ২০তলা ভবন নির্মাণের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে স্থাপত্য নকশা প্রণয়ন করা হবে। এ জন্য স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো। এ প্রতিযোগিতার নকশা মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের একটি জুরি বোর্ড থাকবে। বিজয়ী তিনটি নকশাকে পুরস্কৃত করা হবে।