অল্প বয়সে জীবনটাকে উপভোগ করতে চাই সকলে

অল্প বয়সে জীবনটাকে উপভোগ করতে চাই সকলেই। আনন্দ, ফূর্তির মাঝেই করে ফেলি বেশ কিছু ভুল। সেই ছোটখাট ভুলগুলোই বাধা হয়ে যায় উন্নতি, স্বপ্নপূরণ, জীবনে খুশির পথে। বয়স ৩০ পেরোলেই আস্তে আস্তে বুঝতে পারি ভুলগুলো। জেনে নিন এমনই ১০ ভুল যা প্রায় আমরা সকলেই করে থাকি।