ক্রীড়া ডেস্ক : রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে নীল হয়ে ইন্দোর টেস্ট চার দিনেই হেরেছে নিউজিল্যান্ড।
সিরিজের শেষ এই টেস্ট ৩২১ রানের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। অর্থাৎ বিরাট কোহলির দল সিরিজ জিতল ৩-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে ৮১ রানে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ম্যাচে ১৪০ রানে ১৩ উইকেট। এটাই তার ম্যাচসেরা বোলিং। আগের সেরা ছিল ৮৫ রানে ১২ উইকেট।
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৪৭৫ রান তাড়া করতে নেমে চা বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৮ রান। সফরকারীরা শেষ সেশনেই ৯ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে ১৫৩ রানে!
ইনিংস সর্বোচ্চ ৩২ রান এসেছে রস টেলরের ব্যাট থেকে। অশ্বিন ৫৯ রানে নিয়েছেন ৭ উইকেট, যা তার ইনিংস সেরা বোলিংও। ৪৫ রানে ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। অপর উইকেটটি পেসার উমেশ যাদবের।
এর আগে তৃতীয় দিনের বিনা উইকেটে ১৮ রানের সঙ্গে এদিন আরো ১৯৮ রান যোগ করে নিউজিল্যান্ডের সামনে ৪৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন চেতেশ্বর পূজারা (১০১*)। আগের দিন কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়া গৌতম গম্ভীর এদিন খেলতে নেমে করেছেন ফিফটি (৫০)।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত প্রথম ইনিংস : ১৬৯ ওভারে ৫৫৭/৫ ডিক্লে. (কোহলি ২১১, রাহানে ১৮৮, রোহিত ৫১; বোল্ট ২/১১৩, প্যাটেল ২/১২০)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৯০.২ ওভারে ২৯৯ (গাপটিল ৭২, নিশাম ৭১, ল্যাথাম ৫৩; অশ্বিন ৬/৮১, জাদেজা ২/৮০)
ভারত দ্বিতীয় ইনিংস : ৪৯ ওভারে ২১৬/৩ ডিক্লে. (পূজারা ১০১*, গম্ভীর ৫০, বিজয় ১৭; প্যাটেল ২/৫৬)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : (টার্গেট ৪৭৫) ৪৪.৫ ওভারে ১৫৩ (টেলর ৩২, গাপটিল ২৯, উইলিয়ামসন ২৭; অশ্বিন ৭/৫৯, জাদেজা ২/৪৫, যাদব ১/১৩)।
ফল : ভারত ৩২১ রানে জয়ী
সিরিজ : তিন ম্যাচ সিরিজ ভারত ৩-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : রবিচন্দ্রন অশ্বিন
ম্যান অব দ্য সিরিজ : রবিচন্দ্রন অশ্বিন।