অসারধণ এক অর্জন লিওনেল মেসির সাফল্যের পাতায় যুক্ত হল

ক্রীড়া ডেস্ক : অসারধণ এক অর্জন লিওনেল মেসির সাফল্যের পাতায় যুক্ত হল। দ্বিতীয় ফুটবলার হিসেবে স্প্যানিশ লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

শনিবার ক্যাম্প ন্যুয়ে আর্জেন্টাইন সুপারস্টার লাস পালমাসের বিরুদ্ধে একটি গোল করেন। একমাত্র গোলটির সুবাদে মেসি লা লিগায় অংশ নেওয়া সবগুলো দলের বিরুদ্ধে গোল করার অনন্য কৃতিত্ব দেখালেন। এর আগে সর্বপ্রথম লা লিগার সবগুলোর দলের বিরুদ্ধে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের আইকন ফুটবলার রাউল গঞ্জালেস।

২৯ বছর বয়সি লিওনেল মেসি লা লিগায় ৩২৬ গোল করেছেন। তবে লা লিগার ৩৫ দলের মধ্যে মেসির সবথেকে প্রিয় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। দুই দলের বিপক্ষে ২১টি করে গোল করেছেন মেসি। এরপর ১৯টি করে গোল করেন ওসাসুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

শনিবার লাস পালমাসের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে গোলটি করেন মেসি। গত মৌসুমে গোল করার সূবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। ‘দূর্বল’ দলটির বিরুদ্ধে দুইবার মাঠে নেমেছিলেন মেসি। দ্বিতীয় ম্যাচে পুরোটা সময় মাঠে থাকলেও প্রথম মুখোমুখিতে মাত্র ৮ মিনিট মাঠে থেকে ইনজুরি পড়েন।

মেসি লা লিগায় গোলের বৃত্ত ভরাট করলেও ক্রিস্টিয়ানো রোনালদো এখনও পারেননি। সিআর সেভেন লা লিগার ৩১টি দলের বিরুদ্ধে গোল করেছেন। মেসির থেকে এখনও চার গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদের সুপারস্টার!