 
		  বিশেষ সংবাদদাতা: সারাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত কিছু সাংবাদিক ও তাদের পরিবারকে অার্থিক যাহায্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রতিষ্ঠানে কর্মরত অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ করা হবে। অাজ বুধবার সকাল ১০টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অাবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া পিঅাইবির ডিজি শাহ অালমগীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর প্রধানমন্ত্রী ৮২ জন সাংবাদিক ও তাদের পরিবারকে অার্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ করেন।



 
			 
			 
			 
			