বিনোদন ডেস্ক : আশির দশকে বলিউড কাঁপিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সময়ে সেরা ড্যান্সারও ছিলেন এ অভিনেতা।
অসুস্থ হয়ে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এ অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ সম্পর্কে মিঠুনের ম্যানেজার বিজয় সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দাদা (মিঠুন) অসুস্থ এবং তিনি বর্তমানে মু্ম্বাইয়ে নেই। কমপক্ষে এক মাসের বিশ্রামে তিনি লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। দুই সপ্তাহ হলো তিনি সেখানে গেছেন এবং এ মাসের শেষে তিনি ফিরবেন।’
তিনি আরো জানান, মিঠুন ‘ক্রোনিক ব্যাক ট্রাবল’-এ ভুগছেন। এজন্য তিনি মাঝে মাঝে একা সময় কাটান। এছাড়া তার ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ সমস্যা রয়েছে। তবে এ জন্য তার কোনো সার্জারি করতে হয়নি।
জানা গেছে, মিঠুনের এ সমস্যা দেখা দেয় ২০০৯ সালে যখন তিনি ইমরান খান এবং শ্রুতি হাসান অভিনীত লাক সিনেমার শুটিং করছিলেন। সিনেমাটিতে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে একটি ছিল হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার দৃশ্য। সে দৃশ্যের শুটিং করতে গিয়ে তার সমস্যাগুলো শুরু হয়।