অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং!

ক্রীড়া ডেস্ক : কে বলবে অস্ট্রেলিয়া ঘরের মাঠে টেস্ট খেলছে!

অন্তত হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে সেটি বোঝার উপায় নেই। স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে যে মাত্র ৮৫ রানে!

ঘরের মাঠে টেস্টে গত ৩২ বছরে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই তাদের সর্বনিম্ন।

হোবার্টে শনিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ রানেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট নেই! খানিক বাদে সেটি দাঁড়াল ৫ উইকেটে ১৭, টেস্টের প্রথম ইনিংসে এত কম রানে কখনোই প্রথম ৫ উইকেট হারায়নি অস্ট্রেলিয়া! ২০১৫ অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজে তারা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৫ উইকেট হারিয়েছিল ২১ রানে।

আরেকটু পর অস্ট্রেলিয়ার স্কোর ৩১/৬! যেটি কিনা ঘরের মাঠে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বাজে শুরু। এর আগে ১৯৭৮ সালে গ্যাবায় তারা ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট হারিয়েছিল ২৬ রানে।

ওই ৬ উইকেটেই ৪৩ রান নিয়ে লাঞ্চে যেতে পেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু লাঞ্চের পর আর ৭ ওভারও টিকল না অস্ট্রেলিয়ার ইনিংস! ২৬ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট ৮৫ রানে! ইনিংস স্থায়ী হলো মাত্র ৩২.৫ ওভার। বলের হিসাবে ১৯৭টি!

অস্ট্রেলিয়ার ইনিংসে অর্ধেকেরও বেশি রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ান অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৮ রানে। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র একজন- জো মেনি (১০)। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের সম্মিলিত রান ২!

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন মূলত দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। তিনি ১০.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। দলে ফেরা আরেক পেসার কাইল অ্যাবট ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি উইকেট জমা পড়েছে কাগিসো রাবাদার ঝুলিতে।