অস্ট্রেলিয়ার নৌকায় লাফ দিয়ে উঠে এল ২০০ কেজি ওজনের একটি হাঙর

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসের ইভানস হেডে মৎস্য শিকারের সময় হাঙরটি লাফ দিয়ে পানির ওপরে ওঠে টেরি সেলউড (৭৩) নামে জেলের নৌকায় গিয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার এক জেলের নৌকায় লাফ দিয়ে উঠে এল ২০০ কেজি ওজনের একটি হাঙর।

হাঙরটি নৌকায় জেলের ওপর আক্রমণও করে। এর লাফালাফিতে বিপর্যস্ত হন তিনি।

 

টেরি সেলউড জানান, হাঙরটি প্রায় ২ দশমিক ৭ মিটার লম্বা। তার নৌকা লম্বায় ৫ মিটার। হাঙরটি লাফিয়ে নৌকায় ওঠার পর সেলউডের নাস্তানাবুদ অবস্থা হয়। সাহায্য চেয়ে বার্তা পাঠানোর পর তাকে উদ্ধার করা হয়।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) সেলউড বলেন, ‘আমার অনেক রক্তক্ষরণ হয়। আমি কিংকর্তব্যবিমূড় হয়ে পড়ি। কী হয়ে গেল, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। পরে ভাবলাম, হায় খোদা! এখান থেকে আমাকে মুক্ত হতে হবে।’

সেলউড জানান, তার ৬০ বছরের মৎস্য শিকারের জীবনে এভাবে হাঙরের মুখে পড়ার ঘটনা এটিই প্রথম। পরে অবশ্য মজা করে তিনি বলেন, ‘আমার মনে হয়, সবার নজরে আসতে পরবর্তীতে হয়তো আমাকে একটি কুমিরের সঙ্গে কুস্তিতে লিপ্ত হতে হবে।’

তথ্যসূত্র : বিবিসি অনলাইন