অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : কয়েকদিন আগেই আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দেশসেরা এ কাটারমাস্টার।

দীর্ঘ পাঁচ মাস ইনজুরির কারণে সব ধরনের খেলার বাইরে থাকলেও এর আগে সময়টা দারুণ কাটিয়েছেন মুস্তাফিজ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দল ও বিভিন্ন লিগে বল হাতে দ্যুাতি ছড়িয়েছেন তিনি। এ বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ, সানরাইজার্স হায়দরাবাদ ও সাসেক্সের হয়ে মোট ২৬ ম্যাচে ৩৭টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যেখানে ইকোনোমি রেট ৬.৬৮ তো মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিল ৫/২২।

এমন পারফরম্যান্সের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নেন তিনি। ওই একাদশে মূল পেসার হিসেবে রয়েছেন মুস্তাফিজ।জাতীয় দলের বাইরে থাকলেও এই একাদশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দল: ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বেহারদিয়েন, শহীদ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, মুস্তাফিজুর রহমান।