ক্রীড়া ডেস্ক : আগামী জুনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। একই মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার ভিক্টোরিয়া রাজ্য সরকার বিষয়টি নিশ্চিত করেছে। এমসিজিতে ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে আগামী ১৩ জুন। এর আগে ৯ জুন হবে ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপারক্লাসিকো’।
ব্রাজিল-অস্ট্রেলিয়া সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৩ সালে। ব্রাসিলিয়ায় সেই প্রীতি ম্যাচে সকারুদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা। এখন পর্যন্ত দুই দলের সাত ম্যাচের পাঁচটিই জিতেছে ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে অস্ট্রেলিয়ার একমাত্র জয় ২০০১ কনফেডারেশন কাপে।
১৯৮৮ সালের বিসেনটেনারি গোল্ড কাপের পর এই প্রথম মেলবোর্নে খেলতে যাচ্ছে ব্রাজিল। শোনা যাচ্ছে, পূর্ণ শক্তির দল নিয়েই অস্ট্রেলিয়া যাবে ব্রাজিল। অস্ট্রেলিয়া ম্যাচের চারদিন পর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে তাই বার্সেলোনার দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথ দেখা যেতে পারে।