আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক স্থগিত করেছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া জানিয়েছে, সামরিক সম্পর্ক বহাল রাখার জন্য ‘অনেক কিছু উন্নয়নের প্রয়োজন আছে।’
দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল উরায়ন্ত জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকেই এ স্থগিতকরণ কার্যকর হবে। এতে করে যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রভাব পড়বে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ উপকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর ইন্দোনেশিয়া এ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে মেজর জেনারেল উরায়ন্ত বলেছেন, সামরিক সম্পর্ক স্থগিতের পেছনে অনেক কারণ আছে। এ নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সম্পর্ক স্বাভাবিক হবে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, পার্থে ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কোপাসুসের একটি গ্রুপ অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে যৌথ প্রশিক্ষণে রয়েছে।