
জ্যেষ্ঠ প্রতিবেদক : পাটজাত পণ্য রপ্তানির জন্য গোল্ডেন ফাইবার অস্ট্রেলিয়া প্রাইভেট লি. (জিএফএপিএল)-এর সঙ্গে ৪৫৪ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ জুট করপোরেশন (বিজেএমসি)।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিজেএমসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ সালেহ উদ্দিন এবং জিএফএপিএলর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার সাকিব আহম্মেদ খন্দকার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের । ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজেএমসির কর্মকর্তারা।
এ চুক্তি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে ডিডব্লিউ (ভিওটি) স্যাকিং, বিনোলা, হেসিয়ান (এমওটি), হেসিয়ান (ভিওটি), জুট মেস, জুট সিবিসি, কাট সাইজ বিনোলা পণ্যগুলো বিভিন্ন পরিমাণ রপ্তানি হবে।
এ চুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে প্রতি দুবছর অন্তর নবায়ন করা হবে। চুক্তির আওতায় জিএফএপিএল বিজেএমসিকে স্ট্র্যাটিজিক বিজনেস পার্টনার হিসেবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউএসএ-তে সব ধরনের পাটপণ্যের বাজার অনুসন্ধান, বাজার সম্প্রসারণসহ বাজারজাতকরণে সহায়তা করবে।