
ক্রীড়া ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েল আগের দিনের ফিফটিকে আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরিতে রূপ দিয়েই ফিরেছেন। তবে স্টিভেন স্মিথ আগের দিনের সেঞ্চুরিকে ডাবল রূপান্তর করার পথে ছুটছিলেন। কিন্তু সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা পেলেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৫ রানে শেষ ৩ উইকেট তুলে নিয়ে রাঁচি টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৫১ রানে অলআউট করেছে ভারত।
১৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্মিথ। ভারতে সফরকারী অধিনায়কের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। অস্ট্রেলিয়ান অধিনায়কের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল মাইকেল ক্লার্কের ১৩০, ২০১২-১৩ মৌসুমে চেন্নাইয়ে।
৮৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ম্যাক্সওয়েল উমেশ যাদবের বলে চার মেরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৮০ বলে। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট সেঞ্চুরিও পেয়ে গেলেন ২০১৪ সালের অক্টোবরের পর টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান। শেন ওয়াটসনের পর তিন ফরম্যাটে সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। সব মিলিয়ে ১৩তম। এই ১৩ জনের মধ্যে আছেন বাংলাদেশের তামিম ইকবালও।
সেঞ্চুরির পরপরই রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার হাতে স্টাম্পড হয়ে ফেরেন ম্যাক্সওয়েল। ১৮৫ বলে ৯ চার ২ ছক্কায় করেন ১০৪। তার বিদায়ে ভাঙে ১৯১ রানের পঞ্চম উইকেট জুটি।
ম্যাক্সওয়েল ফিরলেও স্মিথ লড়ে গেছেন। ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডের (৩৭) সঙ্গে ৬৪ ও অষ্টম উইকেটে স্টিভ ও’কিফের (২৫) সঙ্গে ৫১ রানের জুটিতে দলের সংগ্রহ চারশ পার করেছেন। কিন্তু ৫ রানে শেষ ৩ উইকেট হারানোয় ডাবল সেঞ্চুরিটা পাননি স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়কের ৩৬১ বলে খেলা ১৭৮ রানের অপরাজিত ইনিংসে ছিল ১৬টি চারের মার। ১২৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জাদেজা। উমেশ ১০৩ রানে নিয়েছেন ৩ উইকেট।