
টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। রোববার (২১ ফেব্রুয়ারি) তার কোভিড টিকা নেওয়ার দৃশ্য সরাসরি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে পারবেন।
টিকা নিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘আগামীকাল থেকে সাধারণ মানুষ টিকা নিতে পারবেন। আমাদের খেয়াল রাখতে হবে টিকা নিলে মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে চিকিৎসক ও প্রবীণসহ যারা সম্মুখে আছেন তারা অগ্রাধিকার পাবেন।’
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ৬০ হাজার মানুষ টিকা নিতে পারবেন।
করোনার শুরু পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার। মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।