আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেশটির সবচেয়ে বড় থিম পার্ক ‘ড্রিমওয়ার্ল্ড’-এ রাইড দুর্ঘটনায় মারা গেছেন চারজন।
দেশটির পুলিশ ও পার্ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে ড্রিমওয়ার্ল্ড পার্কে থান্ডার র্যাপিডস রাইডে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে রাইডে দুর্ঘটনা হয়, তা পরিষ্কার করে বলতে পারেননি কর্মকর্তারা।
ড্রিমওয়ার্ল্ডের এক মুখপাত্র জানিয়েছেন, সাময়িকভাবে পার্ক বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।
থিম পার্কের তালিকায় অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় ড্রিমওয়ার্ল্ড। এখানে ৫০টি রাইড ও আকর্ষণীয় সিস্টেম আছে। প্রতিদিন বহু মানুষ পার্কে ভিড় করে। ঘূর্ণায়মান কৃত্রিম নদীর রাইডে চড়া এখানকার জনপ্রিয় বিনোদন ও আকর্ষণ।
কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র গাভিন ফুলার জানিয়েছেন, রাইড থেকে দুজনকে ছুড়ে দেওয়া হয় এবং দুজন রাইডে আটকা পড়েন। এ চারজন মারা গেছেন, যাদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।