ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। যার ফল পেয়েছিল বিশ্বকাপে।
আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় বাংলাদেশ। পরবর্তীতে নিউজিল্যান্ডে স্বাগতিক দলের বিপক্ষে আশা জাগিয়েও শেষ মুহূর্তে জয়বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ভারতের বিপক্ষে ‘বিতর্কিত’ ম্যাচ হারে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের।
পরিকল্পিতভাবে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করায় সাফল্য ধরা দেয় বাংলাদেশ শিবিরে। এবার নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে একইভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ। তার আগে ১০ দিন অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্প করবে বাংলাদেশ।
আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে ২২ সদস্যের ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে কাজে আসবে।
শনিবার এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়া আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছিল। ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে দ্যুতি ছড়িয়েছিলেন সাকিব।
সাকিবের বিশ্বাস, বিশ্বকাপের আত্মবিশ্বাস আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে দারুণ কাজে আসবে, ‘আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করি, চিন্তা থাকত! বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি ডিপাটমেন্টই ভালো হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে সাকিব দেখছেন এভাবে, ‘এটা তো কেবল শুরু। সামনে এমন দিন আরো আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা।’