আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক বাসচালককে পুড়িয়ে হত্যা করেছে এক যাত্রী। শুক্রবার ব্রিসবেনে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই বাসচালকের নাম মনমিত আলিশের (২৯)।
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঞ্জাব থেকে আসা মনমিত ওই এলাকার গায়ক ও ভালো নাচুনে হিসেবে সুপরিচিত ছিলেন। শিগগিরই তার বিয়ে হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯ টার দিকে মনমিত যখন বাসে যাত্রী তুলছিলেন এসময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে একটি বস্তু ছুঁড়ে মারে। এতে তাৎক্ষনিকভাবে তার গায়ে আগুন ধরে যায়। এ সময় এক ট্যাক্সি চালকের সহযোগিতায় বাসটি থেকে ছয় ভীত-সন্ত্রস্ত যাত্রী বের হয়ে আসতে সক্ষম হয়।তবে তারা কেউ মনমিতকে বাঁচাতে এগিয়ে আসেননি। এছাড়া আহত ১১ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ৪৮ বছর বয়স্ক ওই হামলাকারীকে আটক করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।