অস্ট্রেলিয়ায় ৯ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ৯ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ জনের প্রথম বহর আজ রাত সোয়া ১০ দশটায় অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে সিডনি পৌঁছাবে জাতীয় দল।

প্রথম বহরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে ঢাকা ছাড়বেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মু্স্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে এ বহরের তিন ক্রিকেটারকে পাওয়া গেল মিরপুর হোম অব ক্রিকেটে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান। রাইজিংবিডির পাঠকদের জন্য দেওয়া হল:

১. ইমরুল কায়েস

‘আমি শুরু থেকেই বলে আসছি আমাদের জন্য এ সফরটা বিরাট একটা চ্যালেঞ্জ। নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ করার অনেক সুযোগ আছে এ সফরে। আমরা যদি সকলে নিজেদের পরিকল্পনায় সফল হতে পারি তাহলে দলীয়ভাবে ভালো কিছু হবে। ২০১৫ সালের বিশ্বকাপের পর এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। আমরা ঘরের মাঠে অনেকগুলো সিরিজ খেলেছি। এবারই প্রথম বাইরে যাচ্ছি। বাইরের সফরে শুরুতেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি বিষয় থাকে। চেষ্টা করব ওখানে গিয়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে ভাল খেলার।  আশা করছি সমস্যা হবে না। ২০১৫ সালের বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগবে। আমার চেষ্টা থাকবে দলের জন্য ভালো কিছু করার। দলের জন্য খেলতে পারলে নিজের জন্যেও খেলা হয়ে যাবে।’

২. সৌম্য সরকার

‘বাংলাদেশের হয়ে খেলার সময় সব সময় চেষ্টা থাকে দেশকে কিছু দেওয়ার। দেশকে কিছু দিতে পারলে নিজেরও অনেক কিছু পাওয়া হয়। বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি নিজেকে সেখান থেকে বের করার জন্য এবং নিজেকে ফিট করার জন্য। চেষ্টা করছি পুরনো ভুলগুলোকে শুধরে ফেরার। ধীরে ধীরে মনযোগ বাড়ানোর চেষ্টা থাকবে। সব ভুলতো আর একসাথে শোধরানো যাবে না, চাচ্ছি সমস্যাগুলো ঠিক করে নিজের জায়গায় আসার জন্য। মাঠে যখন নামি তখন লক্ষ্য থাকে ভাল কিছু করার। তাছাড়া এখন ভাল কিছু করতে পারলে আমার আত্মবিশ্বাসটা বাড়বে। চেষ্টা করবো ভাল করার জন্য ও নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে।’

৩. তাসকিন আহমেদ

‘নিউজিল্যান্ডে কন্ডিশনের সঙ্গে যতদ্রুত সম্ভব নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। ইচ্ছা আছে বিশেষ কোন স্পেল করার যাতে বাংলাদেশকে জেতানো যায়। সেটাই মূল লক্ষ্য থাকবে। এজন্য বাড়তি কিছু অনুশীলন করছি। যতো অনুশীলন করা যায় ততো বেশি আমার জন্য ভালো। ভেরিয়েশন নিয়েও কাজ করছি। অস্ট্রেলিয়ায় ১০ দিন অনুশীলন আছে। আমি ফিট আছি, ভালো কিছু আশা করতে পারছি। আমাদের দুই-একজন বোলার ইনজুরিতে পরেছে। আমরা যারা আছি তাদের সবারই দায়িত্ব নিতে হবে। চেষ্টা করব বিপিএলে যেভাবে ভালো করেছি সেটা ধরে রাখতে।’