অস্ট্রেলিয়া গেছেন বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কনফারেন্স শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রীর। আগামী ৩ থেকে ৫ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থ শহরে জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স হবে। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় জার্মান-অস্ট্রেলিয়া চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এ কনফারেন্সের আয়োজন করছে। অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী মাথিয়াস কোরম্যান, মিনিস্টার ফর ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইনভেস্টমেন্ট স্টিভেন সিওবো এবং জার্মান সরকারের ফেডারেল মিনিস্টার ব্রিজিটি জিপরোজিস আনুষ্ঠানিকভাবে এ কনফারেন্সে যোগদানের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে আমন্ত্রণ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ কনফারেন্সের উদ্বোধন করবেন। অস্ট্রেলিয়া সফরকালে তোফায়েল আহমেদ অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী মাথিয়াস কোরম্যান, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী হন অ্যাড্রিউ রব, জার্মানির ইকোনমিক অ্যাফেয়ার্স এবং এনার্জি বিষয়ক ফেডারেল মিনিস্টার ইউউয়ে বেকমিইয়ারসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, সম্মেলনে এ অঞ্চলের সরকারের গ্ররুত্বপূর্ণ প্রতিনিধি ও ব্যবসায়ীগণ অংশ নেবেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি (বি টু জি) এবং ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের (বি টু বি) আলোচনা হবে। জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনীতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমুহ নিয়ে আলোচনার জন্য একটি প্লাটফর্ম। সম্মেলনে এ অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ও খাতসমুহ চিহ্নিত করার সুযোগ হবে। এছাড়া ডিজিটালাইজেশন, নতুন টেকনোলজি, প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণ শিল্প, শক্তি ও সম্পদের প্রাপ্যতা নিয়ে আলোচনা করা হবে। অস্ট্রেলিয়া এবং জার্মানি বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে। গত বছর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বাজার হিসেবে জার্মানি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। সেখানে তৈরি পোশাকের বাইরে বাংলাদেশ থেকে অন্যান্য সম্ভাবনাময় পণ্য রপ্তানির চেষ্টা করা হচ্ছে। সেখানে রপ্তানি বৃদ্ধির জন্য এ সম্মেলন একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। যেখানে সরাসরি এ দুটি দেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের কাছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা, সক্ষমতা এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে। তোফায়েল আহমেদ অস্ট্রেলিয়ার ট্রেড মিনিস্টারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন এবং গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফরিদা ইয়াসমিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন।