
আন্তর্জাতিক ডেস্কঃ এত বৃষ্টি আর কখনো দেখনি অস্ট্রেলিয়ার মানুষ। দেশটির একশ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এ বছর। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিপযর্স্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। নদ-নদী পানি বেঁড়ে ওঠে গেছে বিপদসীমার উপরে আর তাই দেখা দিচ্ছে বন্যা পরিস্থিতির। ইতিমধ্যে দেশটির সরকার জরুরী সতর্কতা জারি করেছেন। উত্তর-পশ্চিমের বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত নিউ সাউথ ওয়েলসের জনজীবন। স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর। ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল। সিডনির উত্তরপশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই সিডনির বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে প্রধান প্রধান সড়ক। পর্যটকদের ভ্রমণেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশ’ মানুষ।
এদিকে, গেল ১শ’ বছরের ইতিহাসে এই প্রথম সিডনির প্রধান পানি উৎসের বাঁধ উপচে বন্যার পানি ছড়িয়ে পড়ছে। নিউ সাউথ ওয়েলসের মধ্য-উত্তর উপকূলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যপস্থাপক জাস্টিন রবিনসন বলেন, প্রবল বর্ষণে আমরা খুবই চিন্তিত। গেল একশ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।
সামনের দিনগুলোতে সিডনিতে ১শ মিলিমিটার এবং ব্লু মাউন্টেইনস এলাকায় ৩শ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।