অস্তিত্ব টিকিয়ে রাখা নারীর রহস্যময়ী গল্পে কিয়ারা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছরের ১৫ জুলাই সন্তানের মা হয়েছেন। মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে গেছেন তিনি। এমনকি গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে স্ফীতোদরসহ মেট গালার মঞ্চেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। জন্মের আগে ও পরে— সারাক্ষণ মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা আদভানি।

অভিনেত্রী বলেন, শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তারপর ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশ্বস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়। তিনি বলেন, জন্মের পরে মেয়েকে গোসল করানো থেকে তার পরিচর্যা— প্রতিটা সময় ভীষণ উপভোগ করেছেন তিনি। যদিও সন্তান জন্মের পর কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিশেষ কোনো অসুবিধা হয় না।

কিয়ারার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুক্তি পায় ‘ওয়ার ২’ সিনেমাটি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমা র কাজ শুরু করেছেন। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। যদিও এ সিনেমায় কাজ করার কথা ছিল কারিনা কাপুরের। কিন্তু পরে কারিনা সরে দাঁড়ালে কিয়ারাকে চূড়ান্ত করা হয়।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে নির্মাতাদের তরফে। স্বাভাবিকভাবেই ‘কেজিএফ’খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। ফলে নির্মাতারা বিবৃতিতে বলেন, ‘টক্সিক’ সিনেমা ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে সিনেমা সম্পর্কে কোনো তথ্য ছড়াবেন না।