অস্তিত্ব সঙ্কটে সিনেমা হল গুলো,নীলফামারীতে ২৭টির মধ্যে ২৪টি হলই বন্ধ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি। অস্তিত্ব সঙ্কটের মুখে পড়েছে নীলফামারী ২৭টি সিনেমা হলের মধ্যে ২৪টি সিনেমা হলের মালিকরা। পুঁজি হারিয়ে পথে বসেছে ক্ষতিগ্রস্ত হল মালিক ও শ্রমিকরা। বর্তমানে দর্শক, শ্রোতা না থাকায় বন্ধ হয়ে গেছে জেলার ২৪টি সিনেমা হল। আর বাকী ৩টি সিনেমা হল কোন রকমে খোঁড়িয়ে খোঁড়িয়ে চলছে।
মালিকরা মনে করছেন, তথ্য প্রযুক্তির যুগে ইউটিউব আর অনলাইন থেকে ডাউনলোড করে হাতে হাতে ব্যবহৃত মোবাইল ফানে নিত্যনতুন সিনেমা দেখছেন সাধারন দর্শকরা। এক সময়কার জমকালো সিনেমা হল আর জনপ্রিয়তা পাচ্ছে না এমনটাই ধরে নিয়েছে ব্যবসায়ীরা।
জানা যায়, নীলফামারী জেলা সদরসহ ছয় উপজেলায় ২৭টি সিনেমা হল ছিল। বর্তমানে  সিনেমামোদী দর্শক না থাকায় ২৪টি হল বন্ধ হয়ে গেছে। আর কোন রকমে টিকে আছে  জেলার জলঢাকার জনতা সিনেমা হল ও ডোমারের কনিকা এবং  সৈয়দপুরের তামান্না সিনেমা হল।
জেলা শহরের নিউ বাবুপাড়া মহল্লার হায়দার আলী (২২) বলেন, বাংলা ছবির গুনগত মান না থাকায় মুখ ফিরিয়ে  নিয়েছেন দর্শকরা। একই এলাকার স্কুল ছাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, পরিবারের সবাই মিলে যে ছবি দেখা যায় না তা নিয়ে বলার কিছুই নেই।
সরেজমিনে, জেলা শহরের এক সময়কার জনপ্রিয় দিপালী সিনেমা, মমতাজ মহল টকিজে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। কানায় কানায় ভর্তি ছিল দর্শক।  এখন গো-চারন ভুমিতে পরিনত হয়েছে হল দুটি। তার চিত্র বহন করছে জেলা শহরের নতুন বাজার এলাকার মমতাজ মহল টকিজ।
ডোমারের মায়া সিনেমা হলকে ভেঙ্গে বানানো হয়েছে (মার্কেট) বাজার আর সৈয়দপুরের লির্বাটি,আর বিজলী সিনেমা হল ভেঙ্গে তৈরী করা হয়েছে  মালামাল রাখার গোডাউন।
এই ব্যবসার সাথে জড়িত টেকনিশিয়ান, সুপারভাইজার, টিকিট  মাষ্টার, নাইটগার্ডসহ প্রায় পাঁচ শতাধিক পরিবার পথে বসেছে। যাদের মধ্যে বর্তমানে অনেকই বেকার আবার কেউ কেউ জীবিকার তাগিদে বেঁচে নিয়েছে নানান পেশা।
জেলা শহরের দিপালী সিনেমা হলের মালিক জিল্লুর রহমান বলেন, অনেকটা বাদ্য হয়ে সিনেমা হলটি বন্ধ করতে হয়েছে। ছবির গুনগত মান না থাকায় দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, এক সময় প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকার টিকিট বিক্রি হলেও তা নেমে দাঁড়িয়ে ছিল দুই হাজার থেকে তিন হাজার টাকায়। এই টাকায় কর্মচারীর বেতন থেকে শুরু করে আনুষঙ্গিক খরচাদি উঠানো মুসকিল হতো। ফলে হলটি বন্ধ করতে বাদ্য হই।
তিনি বলেন, শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের বাস্তবমুখি কোন পরিকল্পনা না থাকায় হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ভাল গল্প আর নির্মাতার অভাবে প্রতিযোতিায় টিকতে পারছে না দেশী সিনেমা (ছবি)। যার কারনে দর্শক হারাচ্ছে দেশীয় সিনেমার প্রতি ভরসা। তাই মুখ  ফিরিয়ে নিচ্ছে প্রেক্ষাগ্রহ থেকে। আর বিপথগামী হচ্ছে তরুন সমাজ। বিনোদনের জায়গা না থাকায় নেশা গ্রস্ত ও মাদকসেবী হয়ে পড়ছে তরুন ছেলে মেয়েরা।
ডোমারের কনিকা সিনেমা হলের সুপার ভাইজার আলমগীর হোসেন বলেন, এক সময়ের জমজমাট ব্যবসা এখন দাঁড়িয়েছে টিকে থাকার লড়াইয়ে। হল ব্যবসায় আগের মত এখন আর জৌলুস নেই। প্রতিটি শোতে দর্শক ছিল কাঁনায় কাঁনায় ভর্তি, এখন আর নিয়মিত শো চলে না। দুই একজন দর্শক দেখা গেলোও তা সিনেমার খরচ উঠছে না।
একই ব্যবসার বান্ধবী সিনেমার হল মালিক আবুল কাসেম বলেন, একটা সময় ছিল যখন বিনোদন পিপাসু মানুষ দল বেঁধে সিনেমা দেখতে আসত। কিন্ত বর্তমানে ডিজিটাল যুগে ঘরে বসেই দেশী সিনেমা দেখছে। তাই বাড়তি টাকা গুনে পরিবার পরিজন নিয়ে বাংলা সিনেমা দেখতে যান না।
জেলা সিনেমা হল মালিক সমিতির সভাপতি ও মমতাজ মহল টকিজের মালিক আনিছুর রহমান কোকো বলেন, এই ব্যবসার শুরুতেই হল ভর্তি দর্শক ছিল। তখন মোটামুটি ভাল ব্যবসা হত। আস্তে আস্তে অনলাইন ভিত্তিক বিভিন্ন সিরিয়াল মোবাইল ফোনে ডাউনলোড করে ঘরে বসে দর্শকরা নিয়মিত বাংলা ছবি দেখছেন। পাশাপাশি ভারতীয় সিরিয়ালের কাছে  দেশী সিনেমা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাই দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।