অস্ত্রসহ দুই যুবক আটক

আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এলাকা থেকে দুটি অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় দুটি পাইপগান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বায়েজিদ হোসেন (৩৫) ও একই ইউনিয়নের চকবারা গ্রামের মইরুদ্দীন সরদারের ছেলে মুকুল সরদার (৩৪)।

পুলিশ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই বনদস্যু লোকালয়ে এসে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। বায়েজিদ হোসেনের খোলপেটুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ও তার সহযোগী মুকুল সরদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় দুটি পাইপগান উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আটক দুই বনদস্যুকে অস্ত্রসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।