নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারে চলমান অভিযানকে সফল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা নেই।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনগণের সেবা নিশ্চিত করতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা জানাতে পারে। বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে। যেকোনো পরিস্থিতিতে তারা ফায়ার সার্ভিসের পাশে থাকবে। ভলান্টিয়ারদের আরও সুবিধা দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।


